আফগানিস্তানের বর্তমান পরিবেশ পরিস্থি বাংলাদেশ সতর্কতার সাথে নিবিড় পর্যাবেক্ষণ করছে।বাংলাদেশ বিশ্বাস করে আফগানের জনগণ নিজেরাই তাদের দেশ পূর্ণগঠন ও তাদের ভবিষ্যৎ নির্ধারন করবে।
আজ সোমবার ১৬ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।আফগানিস্তানের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয় বাংলাদেশ সতর্কতার সাথে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি পর্যাবেক্ষণ করছে।আমাদের বিশ্বাস আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির প্রভাব এ অঞ্চলে এবং এর বাইরেও পড়তে পারে।
বিবৃতিতে আরোও উল্লেখ করা হয় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে ঐতিহাসিক-সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।আফগানিস্তান সার্ক ভূক্ত দেশ ও দক্ষিণ এশিয়ার অবিচ্ছেদ্য অংশ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আফগানিস্তান সরকার ও জনগণ আমাদের সহায়তা দিয়েছে এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।