সিরাজগঞ্জ উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগস্ট রবিবার বিকেল ৩ টার সময় মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ (মক্কা’র) সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান (পান্না) ৭৫’র সেই ভয়াল রাতে বঙ্গবন্ধু ও তার স্ব-পরিবারকে নির্মম ভাবে হত্যার আত্ম কাহিনি উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। সেদিন শিশু সন্তান শেখ রাসেল পর্যন্ত ঘাতকদের হাত থেকে রক্ষা পায়নি।শেষ সময়ে এক গ্লাস পানি পর্যন্ত তাকে দেওয়া হয়নি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বড়, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য সম্পাদক জেড,এম জলিল,ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার, সাংগঠনিক সসম্পাদক গিয়াস উদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও আতোয়ার রহমান মুন্না প্রমূখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার নিহত পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুর মোহাম্মদ। দোয়া ও মিলাদ শেষে বিপুল সংখ্যক মানুষের মাঝে তাবারোক বিতরন করা হয়।