সিরাজগঞ্জ আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাঙালী জাতীর গৌরবগর্ব, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে আগস্ট মাসব্যাপি কালোব্যাজ ধারন, এস,এস রোডস্থ দলীয় কার্যালয়ে রোববার ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলন ও কালো পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে শহরের শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে জাতীর পিতার জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত আলোচনাসভায় জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনে সংসদ সদস্য ডা: হাবিবে মিল্লাত মুন্না, ( ভারপ্রাপ্ত ) সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ -সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না,সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইসহাক আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমূখ।