রাজশাহীর বাঘায় পদ্মার চরে চাদাবাজির সময় দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজকে আটক করেছে বাঘা থানা পুলিশ ।
জানা যায়, ১৫ আগস্ট বরিবার সকাল সোয়া দশ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনায় উপপরিদর্শক রবিউল ইসলাম, উপপরিদর্শক মিজানুর ইসলাম ও সাজদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ও স্থানীয় জনগণের সহযোগিতায় উপজেলার লক্ষ্মীনগর মোল্লা পাড়ার পদ্মার চর থেকে চাঁদাবাজির সময় দেশিয় পিস্তল সহ ৩ চাঁদাবাজকে আটক করা হয়।
আটক কৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফরাক ডাঙ্গা গ্রামের মৃত সোলেমান মন্ডলের ছেলে মোমিন মন্ডল(২৫), একই উপজেলার ফিলিপ নগর গ্রামের বাবু প্রামানিকের ছেলে মিঠন(২২) ও এনামুল সর্দারের ছেলে তুহিন সর্দার (২৪)।
এসময় তাঁদের কাছে দেশিয় তিনটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করে বাঘা থানা পুলিশ।
সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, আটককৃতরা একটি নৌকা এবং দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মাঝে মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর সীমানা পেরিয়ে বাঘার পদ্মা নদী এলাকায় প্রবেশ করে ইজারা নেয়া বালি উত্তোলন কারীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা নিয়ে যায়। অন্যথায় তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এর আগে দিনে দুপুরে চরাঞ্চলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ডাকাতদের যান-বাহন হিসাবে রয়েছে টলার বিশিষ্ট নৌকা।
এদিকে রবিবার সকাল ১০ টায় বাঘার লক্ষী নগর মোল্লাপাড়া গ্রামের বারেক মোল্লার বসত বাড়ীর বাহিরে একটি কাঁঠাল গাছেন নিচে ছিনতাই অথবা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয় অস্ত্র ধারী তিন ব্যাক্তি। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পারেন বাঘা থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম । তিনি একদল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌছান এবং অস্ত্র সহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজ্জাদ হোসেন (সাজু) জানান, পদ্মার চরাঞ্চল গ্রাম গুলো ফাঁকা (বসতি)পূর্ণ এলাকা। এখানে বিগত সময়ে দিনে দুপুরে ডাকাতি হওয়ার নজির রয়েছে। আমরা যে তিন জনকে আটক করেছি তাদের নামে বিভিন্ন থানায় মাদক, চোরাচালন, ছিনতায় ও ডাকাতি মামলা রয়েছে।
এবিষয়ে চারঘাট সার্কেলের সিনিয়ার (এ.এস.পি) প্রনব কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজকে সকালে উপজেলার লক্ষীনগর পদ্মার চরে একটি অভিযান পরিচালনা করা হয় । এসময় তাঁদের কাছ থেকে তিনটি দেশিয় পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি নৌকা উদ্ধার করা । এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে ।