টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা পাড়ের জনগণ সংগঠনের উদ্যোগে অধ্যাপক শফিউদ্দিন তালুকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তিনি ছিলেন উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক শফিউদ্দিন তালুকদার।
শনিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনলাইন ভিত্তিক সংগঠন “যমুনা পাড়ের জনগণ” এর উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মাহমুদুল হাসান দিলশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গীতিকার, সুরকার ও নাট্য ব্যক্তিত্ব গোলাম রব্বানী রতন।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, কবি অধ্যাপক আলী রেজা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, ভূঞাপুর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম সরকার, সিরাজুল ইসলাম, আজমান আলী, জহিরুল ইসলাম বিজয়, আল আমিন সানি, মমিনুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, অধ্যাপক শফিউদ্দিন তালুকদার গত ৪ আগস্ট (বুধবার) সকাল ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এসময় তিনি স্ত্রী, এক ছেলেও আত্নীয় স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।