বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুর উপজেলা হিন্দু মহাজোটের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট শুক্রবার সকাল ১০ টার সময় স্থানীয় বাসষ্ট্যান্ডে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা,ধর্মীয় উপাসনালয় ভাংচুর,ভূমি দখল ও সাম্পদায়িক উস্কানির প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তরা সাম্প্রতিক সারাদেশে সংখ্যালঘুদের উপর ধারাবাহিক অত্যাচারের চিত্র তুলে ধরেন। বক্তারা বলেন,খুলনার রুপসা, পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন পল্লী, মৌলভীবাজারের কুলাউড়া এবং সাভারে অধক্ষ্য মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্পদায়িক উস্কানি,বাড়ীঘরে হামলা,ধর্মীয় উপাসনালয় ভাংচুর,ব্যাবসা প্রতিষ্ঠান ও ভূমি দখলের কারণে সংখ্যালঘু সম্প্রদায় অস্তিত্ব সংকটসহ নিরাপত্তার অভাব বোধ করছে।
জয়ন্ত চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আরোও বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা হিন্দু মহাজোট, হিন্দু যুব মহাজোট, হিন্দু ছাত্র মহাজোট এবং হিন্দু মহিলা মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর অত্যাচার কারীদের দ্রুত গ্রেফতার ও নির্যাতন বন্ধ সহ নিরাপত্তা সুব্যবস্থার জন্য স্থানীয় প্রশাসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।