দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউট স্কুলে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে দিনব্যাপী এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
প্রশিক্ষণ কর্মশালায় নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মণ্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মণ্ডল ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম। এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষকরা অংশ নেন।