ক্ষমতার লড়াই দেশজুড়ে চলছে খন্ড খন্ড যুদ্ধ।দেশটির বিভিন্ন স্থানে সরকারি বাহিনীকে পরাজিত করে একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করে নিচ্ছে তালেবান বাহিনী।
এদিকে সর্বশেষ কাবুল থেকে ১৩০ কিলোমিটার দূরে গজনি প্রদেশের রাজধানীর গজনি শহর তালেবান বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। এ পর্যন্ত রাজধানীর দশটি প্রদেশিক রাজধানী তালেবান বাহিনী তাদের দখলে নিয়েছে।
ইতিমধ্যে আফগান সরকার তালেবানদের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে চায়। এক খবরে বলা হয়েছে সরকার ক্ষমতা ভাগাভাগির জন্য তালেবানদের ইতিমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সংঘাত ও তালেবানের অগ্রযাত্রার মধ্যে আফগান সরকারের পক্ষ থেকে এমন প্রস্তাব পাঠানো হলো।
সরকারি একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয় দেশে সহিংসতা বেড়ে যাওয়ার মধ্যে তালেবানকে ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।