সিরাজগঞ্জের তাড়াশে নৃৃতাত্বিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে সারাদেশে সরকারী সিদ্ধান্ত লকডাউন বাস্তবায়নে কর্মহীন হয়ে পরা নৃৃতাত্বিক পরিবারের মাঝে ৪’শ প্যাকেট রান্না করা খাদ্য বিতরণ করা হয়। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এমপি আব্দুল আজিজের নিজস্ব অর্থায়নে ১১তম দিনের মতো এ খাদ্য বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সকল মানুষের পাশে রান্না করা খাদ্য বিতরণ করেন ৬৪ সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
১১তম দিনে পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের হলরুমে খাবার বিতরণ অনুষ্ঠানে মাধাইনগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুুর রহমান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস আলম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আছাব আলী কিরণ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, সাবেক উপজেলা ছাত্রলীলের সভাপতি আনিছ প্রধান, বর্তমান সভাপতি ইকবাল হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক মাধাইনগর ইউপি চেয়ারম্যান বাবু সাধন চন্দ্র,পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শ্যাম সুন্দরসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরোওয়ার হোসেন ।