ঢাকা সাভারে সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসে (গোডাউন ) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ( ৫ আগস্ট ) সকাল সাড়ে ৮ টার সময় রাজফুলবাড়িয়ার জোড়পুর এলাকায় এই ওয়্যারহাউসের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ডিইপিজেড ফায়ার সার্ভিস ও হেমায়েতপুরের চামড়া শিল্পনগরী থেকে মোট ১০ টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। এদিকে এ ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় যা চলাচল বন্ধ রয়েছে।
প্রাথমিকভাবে জানা যায় যে সাভার সিঙ্গারের এই কারখানায় এয়ার কন্ডিশন ( এসি ) মেশিন তৈরি করা হতো।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান সকাল সাড়ে ৮ টার সময় সিঙ্গার ইলেকট্রনিক্সের একটি ওয়্যারহাউসের আটতলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের পাচটি ডিইপিজেডের তিনটি ও চামড়া শিল্পনগরীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা অনেক।
তাৎক্ষণিকভাবে সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।