সিরাজগঞ্জে জেলার কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ ১৫০ জন হরিজন সম্প্রদায়দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে । জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্য বিধিমেনে নগদ অর্থ বিতরণ করা হয়।
বুধবার ( ৪ আগষ্ট ) দুপুরের অফির্সাস ক্লাবে ১৫০জন হরিজন পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ।
সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিদ্য গুহ,পরাগ সাহা, মোঃ রাশেদ হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, লকডাউনে থাকা কর্মহীন অসহায় দুঃস্থ হরিজন সম্প্রদায়ের মাঝে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে।
সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলে, মাস্ক পরিধান করতে হবে। টিকা দিতে হবে। ঘন ঘন সাবান /ডিটারজেন্ট পাউডার দিয়ে হাত ধৌত করতে হবে এবং সবাইকে বাড়িতে থাকার আহবান জানান।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।