সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের গুচ্ছগ্রামের রাস্তা দিয়ে চলাচল করা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পরিবারের লোকজন হাতুড়ি, শাবল, লাঠিসোঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।
আহতরা হলেন, লালন (৪২), ফুলচাঁদ (৪২),আবু তাহের(২৬)। এদের মধ্যে আবু তাহেরকে গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পোরজনা গুচ্ছগ্রামের রাস্তাটি দিয়ে দীর্ঘ দিন যাবৎ মোঃ রোশনাই ও আব্দুল ওহাবের পরিবারের লোকজন চলাচল করে আসছে। হঠাৎ করেই ২৯ জুলাই ওহাবের ছেলে আবু তাহের ভ্যান নিয়ে যাওয়ার সময় রওশন আলী তাহেরকে ওই রাস্তা দিয়ে যেতে নিষেধ করলে রওশন ও তাহের বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৫ জন আহত হয়।
এ ঘটনায় মোঃ ওহাব বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে বিবাদী পক্ষ ক্ষুব্ধ হয়ে নিজের ঘরের আসবাবপত্র ভেঙ্গে লুটপাটের নাটক সাজিয়ে বাদী পক্ষকে ফাঁসানোর পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে।