সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি,সেক্সের ঔষুধ মজুদ ও বিক্রির অপরাধে মুক্তা মেডিকেল হলের মালিকে অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রণি।
৪ আগস্ট বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক উল্লাপাড়া পৌরসভায় মুক্ত মেডিকেলে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।
এ সময় উল্লাপাড়া পৌর সভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (চলতি দায়িত্ব) মোঃ আলী আহম্মদ রতন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মাহমুদ হাসান জানান, মুক্তা মেডিকেল হলে সরকারি ওষুধ,যৌন উত্তেজক ও নেশা জাতীয় ওষুধ মজুদ ও বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই ঔষুধ এর দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উক্ত দোকান থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ, যৌন উত্তেজক ও নেশা জাতীয় ওষুধ পাওয়া যায়। এ কারণে ওই ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একটি মাছের দোকানে ওজনে কম দেওয়া ও আরেকটি দইয়ের দোকানে উৎপাদন তারিখ না থাকায় ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।