মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

স্ত্রী’র পরকীয়ার বলি হয়েছে স্বামী;আট সপ্তাহ পর কবর থেকে লাশ উত্তোলন।

মোঃ জহুরুল ইসলাম,শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি / ৪৬৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবলু চৌধুরী নামের এক যুবকের মৃত্যুর পরে দাফন কাফনের ৮ সপ্তাহ পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। দু’মাস আগে স্ত্রী’র পরকীয়ার বলি হয়েছিলো ওই যুবক। তাকে দাফনও করা হয়েছিলো। নিহত ওই যুবক উপজেলার পোরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে। ময়নাতদন্তের স্বার্থে দাফনের ৮ সপ্তাহ পর ৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে নিহত যুবকের লাশ উত্তোলন করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্ত্রী রেখা খাতুনের পরকীয়ায় বাধা দেওয়ায় বাবুল চৌধুরিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে নিহতের ভাই আবুল হোসেন বাদী হয়ে নিহতের স্ত্রী রেখাসহ ৭ জনকে আসামী করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার নেতৃত্বে মঙ্গলবার দুপুরে কবর থেকে লাশ উত্তলোন করা হয়। এসময় শাহজাদপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে নিহতের স্ত্রী রেখা খাতুন বলেন, গত ৯ জুন রাতে আমি আমার সন্তানকে নিয়ে একরুমে ঘুমিয়ে ছিলাম এবং আমার স্বামী আরেকটি রুমে ঘুমিয়ে ছিল। হঠাৎ স্বামীর কোন সাড়াশব্দ না পেয়ে স্বামীকে ডাক দেই। এসময় স্বামী কোন উত্তর না দিলে তার গায়ে ধাক্কা দিয়ে দেখি স্বামী অচেতন।

এসময় আমি চিৎকার করলে আসপাশের লোকজন এসে স্বামীকে মৃত অবস্থায় পায় এবং পরেরদিন লাশ দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর