লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশা। আশির দশকে নির্মিত এই আঞ্চলিক কাঁচা সড়কটি পাকা হয়নি চল্লিশ বছরেও। আলোচিত আঞ্চলিক সড়কটি রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের আব্দুস সামাদ সড়ক।
সরেজমিনে গিয়ে দেখা যায়,বৃষ্টিতে দু’কিলোমিটার (মোহাম্মদ আলী মেম্বার এর দোকান থেকে আলাউদ্দীন এর দোকান পর্যন্ত) সড়কের পুরোটাই কর্মমাক্ত। খানাখন্দকে ভরা সড়ক দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।এই সড়ক দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাতায়াত করছেন গ্রামের হাজারো মানুষ।
এ সড়কটি দিয়েই চরসেকান্দর সফিক একাডেমি এবং কারামতিয়া মাদ্রাসায় যাতায়াত করে শতশত শিক্ষার্থী। যানবাহনতো দুরের কথা মানুষ চলাচলই এখন দায় হয়ে পড়েছে।
স্থানীয় ভাবে জনপ্রতিনিধিদের কাছে একাধিক বার এলাকাবাসী ধরনা দিলেও চলাচল উপযোগি করা হয়নি সড়ক। হয়নি পাকাও। দীর্ঘদিনেও সড়কটি সংষ্কার বা পাকা না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌছেছে।
স্থানীয় বাসিন্দা মোঃ রুবেল জানিয়েছেন, সড়কটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন এবং চলাচলের প্রধান সড়ক। শুকনো মৌসুমে থাকে খানা-খন্দক। আর বর্ষাকালেও তো কাদায় চলাচল করা অসম্ভব হয়ে ওঠে। দ্রুত সড়কটি পাঁকা করা প্রয়োজন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ হেলাল উদ্দিন জানান, সময় সংবাদ কে জানান রাস্তাটি প্রকল্পের মাধ্যমে পাকা করার জন্য চেয়ারম্যানসহ তালিকা দেয়া হয়েছে। আশাকরি পরিস্থিতি স্বাভাবিক হলে কাজটি হয়ে যাবে।
এ ব্যাপারে কথা বলতে একাধিক বার ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরীথর মোবাইলে একাধিকবার কল (শুক্রবার ও শনিবার) দেয়া হলেও বন্ধ পাওয়া গেছে।