মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজারের “জেলা প্রশাসক করোনা” যুদ্ধে জয়ী।

মৌলবিবাজার থেকে,মোঃ জালাল উদ্দিন। / ৫৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

করোনা ভাইরাস মোকাবেলায় স্ব-পরিবারে সুস্থ হয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর মোঃ নাহিদ আহসান। আজ রোববার (১ আগস্ট ২০২১ইং) দুপুর সাড়ে ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। এতে তিনি করোনা যুদ্ধে জয়ী হন।

তিনি জানান শনিবার (৩১ জুলাই ২০২১ইং) স্ব-পরিবারের করোনা পরীক্ষার জন্য ফের নমুনা পরিক্ষা করতে দেন। ওই প্রতিবেদনে করোনা রিপোর্ট নেগেটিভ আসলে তাকে সুস্থ ঘোষণা করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর মোঃ নাহিদ আহসান (৫ জুলাই ২০২১ইং) সহ-পরিবারে করোনা আক্রান্ত হলে নিজ ঘরেই আইসোলেশনে থেকে চিকিৎসা নেন এবং করোনা যুদ্ধে জয়ী হোন।

উল্লেখ্য, গত বছরের (৫ জুলাই ২০২১ইং) মৌলভীবাজারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন মীর মোঃ নাহিদ আহসান। করোনা নিয়ন্ত্রণে তিনি সার্বক্ষণিক মাঠে ছিলেন। গত (১০ জুন ২০২১ইং) সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে শুদ্ধাচার পুরস্কার পান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর