রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ; আমন বীজতলা তৈরি বন্ধ।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৫২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । রবিবার বেলা ১১ টার দিকে পৌরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার যুগ্নআহবায়ক শিক্ষক আতাজুল ইসলাম, সদস্য নয়নাভিরাম গাঈন, কৃষক মো. ইসমাইল হোসেন ও সফেজ উদ্দিন প্যাদা ।

বক্তারা বলেনথ কলাপাড়ায় গত এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাতের কারনে উপজেলার ১২ টি ইউনিয়নের খাল,বিল নদী ,নালা পানিতে পানিতে টই-টুম্বর হয়ে আছে । মাছ শিকারের স্বার্থে এক শ্রেনীর মানুষ বিভিন্ন পয়েন্টে বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে । এতে হাজার হাজার কৃষক আমন বীজতলা তৈরী করতে পারছে না । অপরদিকে, যে কৃষক বীজতলা তৈরী করেছে তাও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে ।

এছাড়াও জলাবন্ধতার কারনে অধিকাংশ কৃষকের বর্ষাকালীন সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে । বক্তারা এ বাঁধ কেটে অচিরেই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর