লক্ষ্মীপুরে করোনা সংক্রমণ রোধে লকডাউন বাস্তবায়নে সদর উপজেলার জকসিন বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউন উপেক্ষা করার অপরাধে ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করে ১৭ হাজার টাকা অর্থদ করা হয়।
শনিবার (৩১ জুলাই)সকাল ১১টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম।
এ সময় দূরপাল্লার যাত্রী পরিবহনের দায়ে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের চালকে জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারে উপস্থিত দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা।
এ সময় মোহাম্মদ মাসুদ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বিস্তাররোধকল্পে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করে বিভিন্ন লোকজন ও যানবাহন চলাচল করায় তাদেরকে জরিমানা করা হয়েছে। এছাড়া জকসিন বাজারের ১৬ জন অসহায় প্রতিবন্ধী ও নিন্ম আয়ের মানুষকে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করেন। লকডাউন বাস্তবায়ন কল্পে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।