ঢাকার সাভারের আশুলিয়ায় এক “অনুমোদনহীন” বহুতল ভবনের সংবাদ সংগ্রহে করতে গেলে সন্ত্রাসী হামলা ও মারধরের শিকার হয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের চিত্র সাংবাদিক মনির হোসেন। এঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
আহত চিত্র সাংবাদিক মনির হোসেন ধামরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত মনির হোসেন সাভার উপজেলা সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত আছে।
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকার আমিন মডেল টাউনে শুক্রবার ( ৩০ জুলাই ) বিকেলে হামলার এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন রবিউল ( ৩২ ) ও আব্দুস সোবাহান ( ৪৫ )।
চিত্র সাংবাদিকের উপর হামলার ঘটনাটি ধারণ হয়েছে সিসিটিভিতে। ফুটেজে ওই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিতের বিষয়টি স্পষ্ট হয়। দেখা যায় দলবদ্ধ হয়ে টেনাহিচড়ে ওই সাংবাদিককে মারধর করা হয়।
মনির হোসেন জানান অবৈধভাবে নির্মিত নয়তলা ভবনের ছবি সংগ্রহের জন্য আমি সেখানে গেলে, ফুটেজ সংগ্রহের সময় কিছু বুঝে ওঠার আগেই ১০- ১২ জন সন্ত্রাসী আমার উপর হামলা চালায়।
এসময় আমাকে গালিগালাজ ও কিলগুষি মারতে থাকে তারা। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আমি প্রানে বাচি। এসময় পুলিশ দু’জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
এবিষয়ে ভবনের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকেই পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক শফিউল্লাহ শিকদার জানান, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সময় টিভির চিত্র সাংবাদিককে মারধরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে আইনগত বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।