রাজবাড়ীর দৌলতদিয়াতে হেরোইনসহ শেখ হাসেম(৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুরাভিটা এলাকায় শেখ হাসেম নামের এক মাদক ব্যবসায়ী পুলিশ প্রসাশনের চোক ফাঁকি দিয়ে দীর্ঘদিন হলো মাদকের ব্যবসা চালাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই বৃহস্পতিবারে সন্ধার সময় গোয়ালন্দর সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দৌলদিয়ার পুরাভিটা গ্রামের শেখ হাসেমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় পুলিশ প্রসাশনের উপস্থিতি টেরপেয়ে রোজিনা নামের অপর মাদক ব্যবসায়ী রাতের অন্ধকারে পালিয়ে যায়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে শোকেসের ভিতর থেকে ১’শটি হোরোইনের পুরা উদ্ধার করা হয়।যাহার ওজন ১০ গ্রাম। গ্রেফতারকৃত হলেন উপজেলার উত্তর দৌলদিয়া এলাকার পুরাভিটা গ্রামের মৃত-আব্দুর রহমান শেখের ছেলে।
এ ঘটনা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম আমারজমিনকে জানান,আমরা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে দৌলতদিয়া পুরাভিটা গ্রামের শেখ হাসেম বসতবাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। এ সময় ১০ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে শুক্রবার ৩০ জুলাই গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।