সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তানিয়া খাতুন(২৫) নামের এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে।
জানা যায় উপজেলার নাগরৌহা গ্রামের মৃত কাশেম ব্যাপারির ছেলে মুদির দোকান ব্যবসায়ী হেলাল উদ্দিন ৮ পূর্বে প্রেমের সম্পর্কে জেলার শাহজাদপুর উপজেলার পুকুরপাড় গ্রামের তাইজুল ইসলামের মেয়ে তানিয়াকে বিয়ে করেন। তানিয়া সাথে হেলাল উদ্দিনের দ্বিতীয় বিয়ে। বিয়ের কিছুদিন পর তানিয়া জানতে পারে তার স্বামীর ১ম স্ত্রী ও ছেলে সন্তান রয়েছে।
তার পরেও মেয়েদের বিয়ে একটাই হয় ভেবে সতিনের সংসার করা শুরু করে। বিয়ের ২/১ মাস পরে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়।স্ত্রীর অজুহাতে উল্লাপাড়া পৌরশহরে শ্যামলী পাড়া কাদের খাঁ বিল্ডিং এর পূর্ব পাশে চিলেকোঠার ৫ তলায় ভাড়া বাসায় বসবাস শুরু করে। এখানেও শুরু হয় ঝগড়া বিবাদ।বিয়ের বছর না ঘুরতে আত্মহত্যার নামে মৃত্যুর পথ বেছে নিল তানিয়া।হঠাত ২৮ জুলাই বুধবার সন্ধার পর নিজ কক্ষে স্বামী হেলাল উদ্দিনের চিৎকারে প্রতিবেশিরা আগাইয়া এসে দেখে তার স্ত্রী তানিয়ার গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এতে তার মৃত্যু হয়।প্রতিবেশিরা বিষয়টি উল্লাপাড়া মডেল থানায় অবগত করেন।
তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায় এটি আত্মহত্যা নয়,পরিকল্পিত ভাবে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমাড় দাশ জানান নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পর নিশ্চিত করে বলা যাবে কিভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে।আপাততো থানায় একটি ইউডি মামলা হয়েছে।