সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুৎ পিষ্ঠ হয়ে শাহারা খাতুন নামের এক নারীর মৃতু হয়েছে। সে তাড়াশ পৌরসভা এলাকার ভাদাশ গ্রামের মৃত আব্দুল জলিল স্ত্রী শাহারা খাতুন (৫৭)
নিহতের মেয়ে তানজিলা খাতুন অভিযোগ করে বলেন তাদের বসতঘরের টিনের চালের উপর দিয়ে ড্রপ তার টেনে পাশের বাড়ির আব্দুল হালিমের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সেই তার ফুটো হয়ে পুরো টিনের ঘরের কারেন্ট হয়েছিলো। এ কারেন্টে আমার মা বিদ্যুৎ পিষ্ঠ হয়ে মারা যান।
এ বিষয়ে তাড়াশ পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফ উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনুরূপভাবে ড্রপ তার টেনে হাজারো বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, যা তাদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। কারো ঘরের চালের উপর দিয়ে ড্রপ তার টেনে আর একটি সংযোগও দেওয়া হবেনা।