মহামারি করোনা দেশজুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সাধারন মানুষের জীবন ও জীবিকা সংকটাপন্ন। একের পর এক শনাক্ত ও প্রাণহানির রেকর্ড গড়ছে।
ঠিক সেই মুহূর্তে বিশ্ব মানবতার জননী সফল প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার নির্দেশানুযায়ী মানবতার সেবায় নিবেদিত প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের সুযোগ্য উত্তরসূরি সিরাজগঞ্জ-কাজিপুরবাসির অহংকার প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি কাজিপুরবাসির কল্যাণে ও করোনায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
তিনি এই বৈশ্বিক মহামারিতে গরীব-অসহায়, সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় কাজিপুরের সর্বস্তরের মানুষের করোনা মোকাবেলা করতে, করোনারোগিদের চিকিৎসা সহজিকরণ করতে,করোনা রোগীর অক্সিজেন অবথা নির্নয় করতে ৫ টি অক্সিমিটার দিলেন সিরাজগঞ্জ-১ কাজিপুরের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বুধবার ২৮ই জুলাই সকালে এমপি তানভীর শাকিল জয়ের ব্যক্তিগত অর্থায়নে এবং দি ফ্রেন্ডস এসোসিয়েশন এর সহযোগিতায় কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুলের নিকট এগুলো হস্তান্তর করেন ।
ডাক্তার মোমেনা পারভীন জানান , এখন থেকে কাজিপুরের করোনারোগিদের চিকিৎসার জন্য সহজ হবে। করোনারোগিদের এখন থেকে অক্সিজেন সিচুয়েশন তথা অক্সিজেনের মাএা বা অবস্থা এ ডিভাইস বা যন্ত্রের সাহায্যে নির্নয় করা যাবে।ইতোপূর্বে এটা ছিলো না। যা করোনা রোগিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার দেবব্রত রায়, মেডিক্যাল অফিসার ডাক্তার লুবনা, ডাক্তার তাসনোভা এবং দি ফ্রেন্ডস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন। এ উদ্যোগের জন্য এমপি জয় মহোদয় কে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ডাক্তার মোমেনা পারভীন ধন্যবাদ ও অভিনন্দন জানান।