করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঈদে ঘরমুখো মানুষ জীবন জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে জীবনে ঝুঁকি নিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপারে ব্যস্ত হয়ে পড়েছে।
২৮ জুলাই বুধবার উপজেলার প্রশাসনের বাধা উপেক্ষা করে সকাল থেকেই স্বাস্থ্যবিধি না মেনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জরুরি পণ্যসেবা গাড়ির সঙ্গে যাত্রীরা পারাপার হচ্ছে ফেরিতে। ঢাকা-খুলনা মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছে।পারাপারে যাত্রীরা মানছেন না সামাজিক দূরত্ব বা স্বাস্থ্য বিধি।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ জামাল হোসেন জানান, দৌলদিয়া-পাটরিয়া নৌরুটে জরুরী সেবার যানবাহন পারাপারের জন্য ছোট বড় ৮টি ফেরি চলাচল করছে। জরুরী সেবার গাড়ির চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে, এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে যথাযথ কারণ ও প্রমান ছাড়া ফেরির টিকেট দেয়া হচ্ছে না।
দৌলতদিয়া নৌরুটে বিআইডব্লিউটিএ’র সহকারি কারিগরি প্রকৌশলী পাপ্পু কুমার প্রামাণিক জানান ,৫ টি ঘাট সচল রয়েছে। বাকি দুটি ঘাটে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। সবকটি ঘাট সচল রাখার আমরা বিআইডব্লিউটিএ’র লোকজন চেষ্টা করছি।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্নাফ হোসেন আমারজমিনকে জানান জরুরি প্রয়োজনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যে সকল যাত্রী পারাপার হচ্ছেন তাদের মাস্ক পরিধান নিশ্চিত করতে নৌ পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।