জাপানের মূল ভূখন্ডে বুধবার ঘূর্ণিঝড় নেপারতাক আঘাত আনতে পারে বলে জানিয়েছেন ওই দেশের আবহাওয়া অধিদপ্তর।নেপারতাকের প্রভাবে জাপানের রাজধানী টোকিও ও এর আশেপাশে এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত ও ঝড় হওয়া বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।
জাপানের আবহাওয়া অধিদপ্তর গণমাধ্যমকে জানিয়েছেন ২৮ জুলাই বুধবার আনুমানিক বিকেল ৩ টার দিকে কেসেনুমা শহরের কাছে ঝড়টি আঘাত আনতে পারে।
এদিকে ঘুর্ণিঝড়ের প্রভাবে দেশটির রাজধানীর টোকিওওসহ আশেপাশের এলাকায় ২৭ জুলাই মঙ্গলবার সারাদিন তীব্র ঝড়ও হাওয়া ও বৃষ্টি হচ্ছে।এই ঘূর্ণিঝড় নেপারতাকের প্রভাবের কারনে টোকিও অলিম্পিকের মধ্যে আর্চারি ও সাফিংসহ বেশ কিছু খেলার সময় সূচি পরিবর্তন করা হয়েছে। এই ঘূর্ণিঝড় এর প্রভাব মোকাবেলায় দেশটি সর্ব্বচ্চো সর্তকা অবলম্বন করছে।এই ঝড় মৌসুমি ঝড় বলে জানিয়েছেন দেশটি আবহাওয়া অফিস।