সিরাজগঞ্জের উল্লাপাড়ার এলংজানী উচ্চ বিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশন কর্তৃক শিক্ষক-কর্মচারীদের অবসর ও বদলীজনিত বিদয় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে,গত বৃহস্প্রতিবার উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী উচ্চবিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৬ জন শিক্ষক, ৩ জন কর্মচারীর অবসরজনিত এবং ২ জন শিক্ষকের বদলীজনিত বিদায় সংবর্ধনা এলনংজানি স্কুল মাঠ চ্ত্বরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,অনলাইনে Zoom app এ সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফারুক হাসান।
তিনি বিদায়ী শিক্ষক ও কর্মচারিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে সকল শিক্ষার্থীদের পক্ষে দোয়া করেন এবং অত্র স্কুলের সকল শিক্ষার্থীর মঙ্গল দোয়া ও কামনা করেন।
এ অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম মামুনের সভাপ্রতিত্বে বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না,উপজেলা কৃষি অফিস আব্দুল মজিদ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ মোক্কা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষ মোঃ ফেরদৌস আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আলী আকবর সরকার, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষ মোঃ আক্কাস আলী প্রমুখ।
অনুষ্ঠানে বিদয়ী শিক্ষ-কর্মচারীদের সম্নাননা স্বারক প্রদান করেন এবং অতিথি বৃন্দদেরও সম্নাননা করেন। এ অনুষ্ঠানে সকল বক্তারা বিদ্যালয়ের নতুন ভবনসহ ভৌত অবকাঠামোর উন্নয়ন ও বিদ্যালয়ের শিক্ষর্থীদের যাতায়াতের জন্য কাঁচা-পাকা রাস্তাসহ সাবমার্চেবল রাস্তার জন্য জোরালো দাবি জানান। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমির হোসেন ও আব্দুল আলীম।