সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নের রাজাপুর কবরস্থান সংলগ্ন ওয়াবদায় ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ নারীর মৃত্যু এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।
সোমবার (২৬ জুলাই) দুপুরে অটোভ্যানটি মুকন্দগাতী থেকে সয়দাবাদের দিকে আসছিলো অন্যদিকে ঘাতক ট্রাক মুকুন্দগাঁতীর দিকে যাওয়ার পথে রাজাপুর কবস্থান সংলগ্ন ওয়াবদায় এলাকায় এ সড়ক দূর্ঘনা ঘটে।
নিহত অটোভ্যানের যাত্রী শাহানা বেগম(৩৫) মুকুন্দগাঁতী গ্রামের মোকবেল হোসেনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী মোকবেল হোসেন(৪২)গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
অপরদিকে অটোভ্যান চালকসহ ২ জনের পরিচয় এখন পর্যন্তও মেলেনি, ট্রাকের হেলপার সায়দাবাদ গ্রামের শহিদ মন্ডলের ছেলে উজ্জ্বল (১৮) গুরুতর আহত হওয়ায় তাদেরকেও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ট্টাক ড্রাইভার তখনই পালিয়ে গেছে বলে জানা যায়।
বেলকুচি সার্কেল এসপি সিদ্দিক আহমেদ জানান, মৃত শাহানা বেগম ঘটনা স্থলেই মারা যায়, তার স্বামী সহ আরও ৩ জন গুরুতর আহত তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে, ট্রাকটি আটক করা হয়েছে তবে ড্রাইভার পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়।