ভোলার দৌলতখানে মূলধারার সাংবাদিক সম্প্রতি ভুয়া অনলাইন সাংবাদিকের দৌরাত্ম্য অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা প্রেস, সাংবাদিক স্টিকার ও মনোগ্রাম সাঁটানো বিভিন্ন বাহন নিয়ে প্রত্যন্ত অঞ্চলে দাপিয়ে বেড়াতে শুরু করেছে। এতে পেশাদার ও প্রকৃত সাংবাদিক সব সময় বিব্রতকর অবস্থার সম্মুখীন হচ্ছেন।
ভূয়া অনলাইন সাংবাদিকদের রুখতে আজ (২৫ জুলাই) রোববার দৌলতখান প্রেসক্লাবে মূলধারার সাংবাদিকরা এক আলোচনা বৈঠকে বসেছেন।
বৈঠকে প্রেসক্লাব সহ সভাপতি এম এ তাহের বলেন, অসৎ উদ্দেশে মানুষের চরিত্র হণণকারী চাঁদাবাজ এসব সাংবাদিকদের এখনই অনবরুদ্ধ করতে হবে। সম্পাদক মেহেদী হাসান শরীফ বলেন, ভুঁইফোড় তথাকথিত কিছু সাংবাদিকের অপতৎপরতার কারণে প্রকৃত সাংবাদিকরা প্রতিনিয়ত বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। এ সকল ভুয়া সাংবাদিকদের রুখতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।
সাবেক প্রেসক্লাব সভাপতি শ.ম ফারুক বলেন, ফেসবুক ও অনলাইনের সহজলভ্যতায় এখন অযোগ্যরাও সাংবাদিকতার কার্ড নিয়ে দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছে।
আলোচনা বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মহিন, সহ সভাপতি মো: জাকির আলম, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান, অর্থবিষয়ক সম্পাদক তানভীর মৃধা, সদস্য মো: মামুন, রাকিব হোসেন প্রমুখ।