ঈদুল আযহা’র নামাজ আদায়ের সময় আফগানিস্তানের রাজধানী কাবুলে আফগান প্রেসিডেন্টের বাসভবন রকেট হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে কমান্ডারসহ তালেবানের ৪ সদস্যকে আটক করা হয়েছে।
আফগানিস্তান স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পুলিশ রাজধানীর কাবুলে অভিযান পরিচালনা করে ওই চার তালেবান নেতাদের আটক করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মীরওয়াইস স্তানিকজাই এক অডিও বার্তায় জানান কমান্ডার মোমিন সহ তালেবান ৪ নেতাকে আটক করা হয়েছে।
তিনি ওই অডিও রেকর্ডে আরোও জানান তালেবান কমান্ডার মোমিন রকেট হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। আটক হওয়া অন্য সদস্যরাও ওই রকেট হামলা ঘটনার সাথে জড়িত ছিলো।
ঈদুল আযহা’র দিন স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮ টার সময় আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশে রকেট হামলার ঘটনা ঘটে। ওই রকেট হামলার সময় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ঈদের নামাজ আদায় করছিলেন বলে একটি টেলিভিশন ফুটেজে দেখা গেছে।