বর্তমান করোনা পরিস্থিতিতে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সকল নিত্য প্রয়োজনীয় ব্যাবসা প্রতিষ্ঠান বিকেল ৫টা পরিবর্তে বিকেল ৩টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।
জনস্বার্থে উপজেলার এসকল ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকদের এই নির্দেশনা মেনে চলার জন্য উদার্ত আহ্বান জানান তিনি। শুক্রবার (২৩শে জুলাই) উপজেলার কুন্দারহাট মহা সড়ক ও বাজার এলাকায়, কুন্দার হাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের সাথে নিয়ে, ঈদ পরবর্তী ১৪ দিনের কঠোর লকডাউনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ কালে সাংবাদিকদের এই বর্তমান নির্দেশনার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।
এসময় তিনি উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন, করোনা মহামারীতে বাংলাদেশ ভয়াবহ সময় পার করছে। বর্তমানে বাংলাদেশে এই ভয়ংকর করোনা ভাইরাসের সংক্রমণ যে ভাবে বেড়ে চলেছে তাতে এই মূহুর্তে আমাদের সবার কঠোর সতর্কতা অবলম্বন ছাড়া কোন উপায় নেই। দয়া করে এই করোনা ভাইরাসকে কেউ অবহেলা করবেন না। সরকার ঘোষিত কঠোর লকডাউন শুধুমাত্র এই ভয়ংকর করোনা ভাইরাস থেকে আপনাদের কে রক্ষা করার জন্য এবং আপনাদের পরিবারকে রক্ষা করার জন্য।
এই ভাইরাস থেকে নিজে রক্ষা পেতে পরিবারের সদস্যদের রক্ষা করতে দয়া করে নিজ দায়িত্বে এই ১৪দিন সরকারি নির্দেশনা মেনে চলুন। অতিরিক্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হবেন না।
অবশ্যই বাধ্যতা মূলক মাক্স পড়বেন এবং সামাজির দূরুত্ব বজায় রাখবেন। প্রয়োজনে বাহিরে গেলে বাসায় ফিরে সবার আগে সাবান পানি দিয়ে হাত মুখ পরিস্কার করে পরিবারের সদস্যদের সাথে মিলিত হবেন। সর্বপরি করোনা প্রতিরোধে সরকারি সকল নির্দেশনা মেনে চলবেন। আপনাদের জন্য বাংলাদেশ সরকার বিনা মূল্যে করোনার টিকার ব্যাবস্থা করেছেন, আপনাদের নিজের প্রয়োজনে এই টিকা গ্রহন করুন এবং পরিবারের সদস্যদের এই টিকার আওতায় আনুন।
বর্তমান সময়ে নন্দীগ্রাম উপজেলায় যে ভাবে করোনার সংক্রমণ বেড়ে চলেছে তাতে আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্ক না হলে নন্দীগ্রাম উপজেলা প্রসাশন কঠোর অবস্থানে যাবে বলেও উপজেলা বাসীর উদ্দেশ্যে হুসিয়ার বার্তা প্রদান করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।