ইসরাইলের অ্যাথলেটের বিপক্ষে খেলায় অংশ না নেওয়ায় আলজেরিয়ার সেই মুসলিম খেলোয়ার কেথি নুরিনকে শাস্তি দেওয়া হয়েছে। আলজেরিয়ার অ্যাথলেটের কেথি নুরিনের ওজন ৭৩ কেজি শ্রেণিতে মুখোমুখি হবেন সুদানের মোহামেদ আবদালরাসুল।
কিন্তু সমস্যাটা হবে এই ম্যাচে জিতলে।পরের রাউন্ডে নুরিনের প্রতিপক্ষ হতেন ইসরাইলের তোহার বাটবাল।কিন্তু নুরিন চান নি ইসরাইলের বিপক্ষে খেলায় অংশ নিতে।
এ জন্যই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। মুলত ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলের নির্যাতনের প্রতিবাদ স্বরুপ এই সিদ্ধান্ত নিয়েছে নরিন।
এমন সিদ্ধান্ত নেওয়ার পর নুরিন এবং তার কোচ আমের বিন ইয়াকলিফকে অলিম্পিক থেকে প্রত্যাহার করে দেশে ফেরত পাঠানো হয়েছে।
আলজেরিয়ান একটি টিভি স্বাক্ষাতকারে নুরিন বলেন অলিম্পিকে আসতে আমি অনেক সাধনা ও কষ্ট করেছি।কিন্তু ফিলিস্তিনের বিষয়টি ওই কস্টের চেয়ে অনেক বড় করে দেখেছি।