বারবার আওয়ামী লীগ দলের শৃঙ্খলা অভিযোগে হেলেনা জাহাঙ্গীরের নারী বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে তাকে বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার ২৪ জুলাই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।
এ সময় তিনি আরোও বলেন হেলেনা জাহাঙ্গীর তো কুমিল্লা আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসাবেই আমি জানি ও চিনি।ওনার জয়যাত্রা টেলিভিশন নামে একটি মিডিয়া চ্যানেলও আছে,যেটার সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ও আছেন।
এই সুবাদে উনাকে আমরা উপ-কমিটিতে রেখেছিলাম। কিন্তু উনি কি করছেন তা আমাদের জানাননি। তিনি চাকরিজীবী লীগ তৈরি করে তার নাম সভাপতি রেখেছেন।যা আমাদের নিয়মনীতির বাইরে।
এ কারনে আমি ইতিমধ্যে আমাদের দপ্তরে জানিয়েছি,তাকে চিঠিও দেওয়া হয়েছে। উনি যেহেতু আমাদের দলীয় উপ-কমিটির নিয়মনীতি ভঙ্গ করেছে তিনি কি করছেন তা আমাদের জানানি।তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার সদস্য পদ বাতিল করে দিয়েছি।