মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ঢিলেঢালা ভাবে পালন হচ্ছে ঈদের পর দ্বিতীয় দিনের লকডাউন।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ২০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা ‘লকডাউন বা কঠোর বিধিনিষেধে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে ‘অপ্রয়োজনেথ ঘরের বাইরে বের হচ্ছেন অনেকেই।

শনিবার (২৪ জুলাই) সিরাজগঞ্জে ঢিলেঢালা ভাবে অতিবাহিত হচ্ছে তৃতীয় ঢেউয়ের লকডাউনের ২য় দিন।

সরকারের বেঁধে দেওয়া দু’সপ্তাহের লকডাউনে দোকান পাট শপিং মল বন্ধ ছিল কিন্তু এদিকে ৮৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

অনেকটা ঈদের আমেজে লোকজনকে অবাধে চলাচল করতে দেখা গেছে। এবং ঈদ উপলক্ষে কর্মস্থল ত্যাগ করে গ্রামের বাড়ীতে ঈদ করার জন্য এসে অনেকে আটকে পড়েছে।

বিশেষ করে পাড়া মহল্লায় দেখা গিয়েছে প্রচন্ড ভীড় চা স্টলেও বসেও আড্ডায় ব্যাস্ত সবাই জেলা প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। স্বাস্থ্যবিধি মানা প্রবণতা কম দেখা গিয়েছে। এছাড়াও

বড় গণপরিবহন না চলাচল করলেও ছোট যানবাহন ঠিকই চলাচল করেছে। শহরের প্রবেশদ্বার গুলোতে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের সেভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

এছাড়াও সেনাবাহিনী, র‍্যাব বিজিবি ও প্রশাসনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ন স্থান গুলোতে অবস্থান করতে দেখা গেলেও তারাও ছিলেন অনেকটা নির্বিকার। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধিনিষেধ অমান্য কারিদের জরিমানা করতে দেখা গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর