করোনা মোকাবেলা মাঠে নেমেছেন কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ও তার সহযোদ্ধারা। তারা অবিরত করোনা রোগিদের বাড়ির দরজায়কড়া নেরে বলেন, আমরা আপনাদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে এসেছি, দরোজা খুলুন, এম পি জয় সাহেব আমাদের পাঠিয়েছেন।
করোনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে এমনি করে ডেকে ডেকে দিন- রাত তাদের হাতে পৌঁছে দিচ্ছেন উপজেলা যুবলীগ।এরই মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ও তার সহযোদ্ধাদের দায়িত্ব আরো বেড়ে গেছে।তাদের টিমমেট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার(১২ জুলাই) থেকে হোম আইসোলেশনে রয়েছেন।
তাই বলে দমে যায়নি উপজেলা যুবলীগ। তাদের প্রাণপ্রিয় নেতা তানভীর শাকিল জয় মহোদয়ের নির্দেশনা ও অনুপ্রেরণায় গত ৫ জুলাই থেকে কাজিপুরের করোনায় আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার ও সুরক্ষা সামগ্রি পৌঁছে দেবার কাজ শুরু করেছে উপজেলা যুবলীগের একটি টিম।
শনিবার( ১৭জুলাই) দুপুরে উপজেলা চর এলাকায় নাটুয়াপাড়া, খাসরাজবাড়ি, তেকানি, চরগিরিস ও নিম্চিন্তপুর ইউনিয়নের প্রতিটি করোনা রোগিদের বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত খাবার পৌঁছে দেন তারা। উপজেলা যুবলীগের সভাপতি
বিপ্লব সরকার জানান, সংগঠনের সম্পাদক করোনায় আক্রান্ত হয়েছেন এই বিতরণ কাজ করতে এসে। কিন্তু আমরা দমে যাইনি। এখনো যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, প্রচার সম্পাদক সরোয়ার হোসেন ছাএ লীগের প্রচারসম্পাদক বকুলকে নিয়ে মাঠে রয়েছি।আজকে পর্যন্ত চর এলাকায় সহ প্রায় ৩শ জনকে খাবার সহায়তা দিতে পেরিছি।
এ সময় তিনি আরও জানান, জয় সাহেবের সালাম পৌঁছে দিয়ে আমরা করোনাক্রান্ত ব্যক্তিতে বাড়িতে চাল, ডাল, তেল, সেমাই, লেবু, মালাটা, ফলমূল সাবান ও সুরক্ষা সামগ্রি পৌঁছে দিচ্ছি। তাদের খোঁজ খবর নিচ্ছি।যুবলীগের এ রকম কাজ কর্মে সাধারণ মানুষের মুখে প্রশংসাকরেছেন সংগঠনটি।