সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ’র চাউল বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।
ঈদুল আযহা উপলক্ষ্যে পঞ্চক্রোশী ইউনিয়নের ২ হাজার ৬’শ ২২ টি কর্মহীন, দুস্থ, অসহায় ও হতদরিদ্রের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রতিটি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়।
সামাজিক দূরুত্ব নিশ্চিত করে ভিজিএফ’র চাউল বিতরণের পাশাপাশি করোনায় জনসচেতনতায় উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভিজিএফ’র চাউল পেয়ে হতদরিদ্র মানুষগুলো দু’হাত তুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্থানীয় সাংসদ তানভীর ইমামের দীর্ঘায়ু কামনা করেন।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ উপস্থিত জনগনকে পবিত্র ঈদুল আযহা’র অগ্রিম শুভেচ্ছা ও সকলের মঙ্গল কামনা করে আগামীর জন্য দোয়া চাইলেন।
ট্যাগ অফিসার সহকারি শিক্ষা অফিসার রবিউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন বাবলু সরকার,সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান ছুটুসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সকল ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।