সিরাজগঞ্জের তাড়াশ বারুহাস গরুর হাটে পুলিশকে মারার অপরাধে আওয়ামীলীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার সাপ্তাহিক নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র কেনাবেচা বারুহাস হাটে সরকারের নিষেধ অমান্য করে গরুর হাট বসানো হয়। সরকারী নিয়ম অবমাননা করায় পুলিশ বাধা দিলে গেলে ওই সময় পুলিশকে মারধর করে। পরে রাতে হাটের ইজারাদারসহ ৪ জনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, ১৬ জুলাই শুক্রবার তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হাট ইজারাদার মাসুদ রানা, সরকারী নিষেধ অমান্য করে বারুহাস গ্রামে গরুর হাট বসায়।
থানা পুলিশ খবর পেয়ে ওই স্থানে গিয়ে হাট বন্ধ করার কথা বলেন। এ সময় মাসুদ রানা ও তার ৪ সহযোগী পুলিশের কাজে বাধা দেন এবং মারধর করেন। পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর শুক্রবার রাতেই ৫ জনকে গ্রেফতার করে আনা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন মাসুদ রানা, ঝন্টু, রাসেল, আব্দুল হান্নান ও আবু হাসনাত বাবু। গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।