সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার নওগাঁর কোরবানির পশুর হাট উপলক্ষে ক্রেতা বিক্রেতার নিকট থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ২২ ইজারারকে বৃহস্পতিবার দুপুরে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ান র্যাব-১২’র সদস্যরা।
জানা যায় হাট ইজারাদারা হাট ইজারা নিয়ে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে বৃহস্পতিবার(১৫ জুলাই) নওগাঁ গরুর হাটে গরু বিক্রয়দাতার নিকট থেকে ৫’শ ও বাঁধার জন্য ৩’শ টাকা এবং ক্রেতার নিকট থেকে ১ হাজার টাকা গরু প্রতি ১ হাজার ৮’শ টাকা খাজনা আদায় করার অপরাধে তাদের আটক করা হয়। এর আগে হাট ইজারাদারগণ সরকারি নিয়মনীতি উপেক্ষা করে খাজনা আদায়ের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করেন ব্যবসায়ীদের। এই অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১২’ র এক অভিযানিক দল অভিযান পরিচালনা করে ওই ২২ ইজারাদারকে আটক করেন।
হাটে একাধিক ক্রেতা বিক্রেতা জানান চলতি বছরের শুরু থেকে সরকারি নিয়ম উপেক্ষা করে খাজনা আদায় করে আসছে।কোরবানির হাট উপলক্ষ্যে ব্যপরোয়া ভাবে আটককৃতরা গরু প্রতি ১৮’শ টাকা করে খাজনা আদায় করছে। এমন অভিযোগে র্যাব-১২’র সদস্যরা অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়েছেন।এলাকাবাসী এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং উচ্ছাস প্রকাশ করেন।