লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আশ্রয়ণ- ২ প্রকল্পের নির্মাণাধীন দ্বিতীয় পর্যায়ের ঘর পরিদর্শন করলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি। নির্মাণাধীন ঘরের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গ্রামে নির্মাণাধীন ২৭ টি ঘরের কাজ সরেজমিনে পরিদর্শন করেন লালমনিরহাট-১ সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। এ সময় প্রতিটি ঘর ঘুরে দেখেন ও ঘর নির্মাণে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলেন। ঘর তৈরিতে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান বলেন, অত্যন্ত সর্তকতার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর সমূহের কাজ করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে যাতে কোনো ধরনের ত্রুটি না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।
জানা গেছে, পাটগ্রাম উপজেলায় আশ্রয়ণ- ২ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৬৫ টি ঘর নির্মাণ করা হচ্ছে। উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুরে ২৭ টি, কালীরহাটে ৩১ টি ও জোংড়া ইউনিয়নের কাফিরবাজার এলাকায় ৭ টি ঘর নির্মাণের কাজ চলছে।
ঘর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু প্রমুখ।