মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

হাতীবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী সন্ত্রাসী হামলার শিকার।

মোঃ ফারুক হোসেন,লালমনিরহাট প্রতিনিধি। / ৪১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

লালমনিরহাটের হাতীবান্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সৃষ্টি টেলিভিশনের জেলা প্রতিনিধি সম্রাটের উপর সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।

রোববার (১১ জুলাই) বিকেলে ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক সেলিম সম্রাট হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হামলার শিকার সাংবাদিক সেলিম সম্রাট লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির তথ্য বিষয়ক সম্পাদক।

জানা গেছে, রোববার বিকেলে ওই ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় জমি জবরদখল সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে যান সেলিম সম্রাট। এসময় তাকে সংবাদ সংগ্রহে বাঁধা প্রদান করেন ওই এলাকার মো.তাইজুল ইসলাম মুকুল নামে এক ব্যক্তি। এমতাবস্থায় কথা-কাটাকাটি’র একপর্যায়ে সাংবাদিক সম্রাটকে মারধর শুরু করেন তিনি৷ এতে গুরুতর আহত হন সাংবাদিক সম্রাট। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হামলাকারী মুকুল ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লালমনিরহাট রিপোর্টাস ইউনিটির সভাপতি মো.ইউনুস আলী বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজ করবো। লালমনিরহাট রিপোর্টাস ইউনিটি হামলার শিকার সেলিম সম্রাটের পাশে আছেন বলে জানান তিনি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান সংবাদকর্মী সন্ত্রাসী হামলার শিকারের ঘটনা শুনেছি। এখোন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর