সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার আগরপুর গ্রামের ব্রীজের পানি যাতায়াতের মুখ ২ দিন আগে মাটি ফেলে বন্ধ করে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ৪শ বিঘা ফসলি জমি জলাবদ্ধতার কারনে অনাবাদি জমিতে পরিণত হবে। আর এ জলাবদ্ধতার কারণে হুমকির মুখে পড়বে স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে,সলঙ্গার আমশড়া নুনিয়ারপাড় হতে আগরপুর গ্রামের রাস্তায় ব্রীজের মুখ বন্ধ করায় সেখানে বর্ষাকালে জমে থাকা ও বৃষ্টির পানি বের হতে পারবে না।
স্থানীয়রা জানান,ব্রীজের মুখ দিয়ে পানি নিষ্কাশন হতো। ২ দিন আগে আগরপুর গ্রামের প্রভাবশালী জামাত কর্মী আবু বক্কার মাষ্টার ও তার লোকজন ব্রীজের মুখটা বন্ধ করার ফলে ওই পথে আর পানি বের হতে পারবে না। আর এ কারণে জলাবদ্ধতাসহ ফসলি জমি অনাবাদি এবং চরম ভোগান্তি পোহাতে হবে।
এ ব্যাপারে আবু বক্কার মাষ্টার বলেন,পশ্চিম পাশে কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করেছে গ্রামের কিছু লোকজন। এতে আমাদের ক্ষতি হচ্ছে। তাই ব্রীজের মুখ বন্ধ করেছি। ওরা খুলে দিলে আমরাও ব্রীজের মুখ খুলে দেবো।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ নাহিদ হাসান খান বলেন-আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।