মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

করফাঁকি দিয়ে নকল বিড়ি, জর্দা, বিড়ির কাগজ জব্দ:এ ঘটনায় গ্রেফতার ১।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৪৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

রাজস্ব ফাঁকির কারণে সিরাজগঞ্জে নকল বিড়ি, জর্দা, বিড়ির কাগজ ও বিড়ির ব্যান্ডরোল জব্দ ও আরিফ রহমান নামে প্রতিষ্ঠানের মালিককে আটক করেছে সিরাজগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

শনিবার (১০ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার চন্ডিদাসগাঁতী হাটখোলায় মধু বিড়ি ফ্যাক্টরী থেকে এসকল কিছু জব্দ করেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী।

সহকারী রাজস্ব কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, পাবনার ‘মধু বিড়িথ নামক একটি প্রতিষ্ঠানের অন্তরালে চন্ডিদাসগাঁতী গ্রামে মৃত আব্দুর কাদের পুত্র এসএম আরিফ রহমান (৩৭) দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যান্ডের সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মধু বিড়ি, কিসমত বিড়ি, ইলেক্টিক সামগ্রী তৈরী করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ১২ হাজার কিসমত বিড়ি, ২ লাখ ৮০ হাজার মধু বিড়ি, ১১ হাজার ২শ বিড়ির কাগজ, ৪থশ ব্যান্ডরোল শীট ও ৪৪০ পিস জর্দা জব্দ করি। তিনি আরও জানান, ভ্যাট ফাঁকির অভিযোগে এব্যাপারে সিরাজগঞ্জ থানায় মামলার দায়ের করা হয়েছে ।

এ অভিযানে সিরাজগঞ্জ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা রনবীর চন্দ্র বর্মন, সিরাজগঞ্জ সদর থানা পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর