দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প ( সি আর ডি পি ) এর আওতায় ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড বাজার থেকে সাভার ইউপি হয়ে কলমা পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন – জনাব ডা: মোঃ এনামুর রহমান, ( এমপি, মাননীয় প্রতিমন্ত্রি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় )
কাজ উদ্বোধন করার আগ মুহুর্তেই রাস্তায় ফেলানো হয় বালু ও পাথর। কাজ যেন হবে বিদ্যুতেরও যেন দ্রুতগতিতে। সাভার নিউ মার্কেট থেকে শুরু করে চাঁপাইন তালতলা পর্যন্ত এক থেকে দেড় কিলোর রাস্তার কাজ শুরু করেছে ( ১৮ ই ডিসেম্বর ২০২০ ) হয়নি কাজের কোনো গতি। এক দিন কাজ করলে ছয় দিন থাকে বন্ধ।
এলাকার জনগণ চরম ভুগান্তির মুখে, খুলতে পারছেনা দোকানপাট, দোকানীরা জানান – রাস্তার কাজ ধরেছে বিগত ছয় থেকে সাত মাস চলে গেলেও কাজের নেই কোনো অগ্রগতি।
দোকানীরা আরো জানান যে – গুনতে হচ্ছে দোকানের ভাড়া ও বিদ্যুৎ বিল। আমরা চরম বিপাকে আছি।
ডগর মোড়া, শাহিবাগ ও চাঁপাইনের অধিকাংশ বাড়িওয়ালা বলেন – খুলতে পারছেনা দোকানপাট, করতে পারছেনা ব্যবসা বাণিজ্য। আমরা চরম বিপাকে আছি। চলে যাচ্ছে ভাড়াটিয়ারা।বিপদে আছেন সকল বাড়িওয়ালারা ও দোকানদাররা ।
সাভার শিল্প এলাকা হওয়াতে এই এলাকায় বসবাস করে প্রায় লক্ষাধিক গার্মেন্টস শ্রমিক। রাস্তার এই দুর অবস্থা হওয়াতে চরম বিপাকে পড়েন বলে জানান সকল জনগণ।
এরা আরো বলেন – এই ঠিকাদারকে কাজ দেওয়ায় ক্ষুব প্রকাশ করেছেন এলাকাবাসী।
এই মর্মে আরো বলেন – সাভার পৌর নগর পিতা মেয়র হাজী আব্দুল গণি সাহেবকেও সাভার আশুলিয়ার গনোমানুষের প্রাণপ্রিয় নেতা ঢাকা ১৯ এর মাননীয় সংসদ সদস্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি ডা: মোঃ এনামুর রহমান সাহেবের কাছে সকল এলাকাবাসী জোড় ও বিনীত অনুরোধ করেছেন এই রাস্তার কাজটি যেন আপনাদের তদারকিতে সঠিক সময়ের মধ্যে করা হলে চরম ভোগান্তির থেকে মুক্তি পাবে বলে জানান এলাকাবাসী।ধন্যবাদ সকলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে।