রাজবাড়ীর গোয়ালন্দে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি,র কন্যা কানিজ ফাতেমা চৈতী ছিন্নমূল, পথশিশু, প্রতিবন্ধী, দিনমজুর, দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন।
চলমান কঠোট লকডাউন পরিস্থিতিতে প্রতিবন্ধী দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক বেলা একমুঠো রান্না করা খাবার তাদের হাতে দিলেন কানিজ ফাতেমা চৈতী।মঙ্গলবার (৬ জুলাই) গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্লা, গোয়ালন্দ উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদ্দুজামান আসাদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন, এরশাদ, সুজন, সাখাওত হোসেন অভি, সাইফুল ইসলাম অন্তর সহ প্রমূখ।
এ সময় গোয়ালন্দ উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন বলেন, এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতীর উদ্দ্যোগে ছিন্নমূল,পথশিশু, দিনমজুর, প্রতিবন্ধী, দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিতরণ অব্যাহত থাকবে ।