মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

ঢাকার আশুলিয়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ২।

স্মৃতি রাণি,স্টাফ রিপোর্টার,সাভার ঢাকা / ৫২৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

ঢাকার সাভার আশুলিয়ার গুমাইল এলাকার অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে আশুলিয়া থানা পুলিশ।এখানে রাত ব্যাপি অভিযান চালিয়ে অস্ত্র তৈরির দুই কারিগরসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার ৩ জুলাই গভীর রাত পর্যন্ত এই উদ্ধার অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রাজু ও রঞ্জু তারা দুজনই অস্ত্র তৈরির কারখানায় কাজ করে।নিয়মিত অস্ত্র তৈরি করে বলে পুলিশের ধারনা।পুলিশ আটককৃতদের সম্পর্কে বিশাদ ভাবে তদন্ত করছেন।

আশুলিয়া থানার তদন্ত(ওসি) জিয়াউল হক জানান শনিবার রাত সাড়ে ১২ টার সময় কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করে। খবর পেয়ে আশুলিয়ার থানার পুলিশ ওই অস্ত্র কারখানায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের অবস্থান নেয়া একটি ঘর থেকে তৈরি বেশকিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককৃতরা ওই এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে বিএনপি নেতা দেলোওয়ার হোসেন সরকারে কাছে নিয়মিত সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইউনুস মিয়া জানান তারা দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের চোখে ধূলো দিয়ে এই অস্ত্র তৈরি এ কাজ চালিয়ে আসছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর