পটুয়াখালীর কলাপাড়ায় করোনা সংক্রমন প্রতিরোধ আইনে ১৮ জনকে ৩৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । লকডাউন এর চতুর্থ দিন ৪ জুলাই রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলাপাড়া পৌর শহর নতুন বাজার,পাখিমারা বাজার ও শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় পথচারি ও ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়।নিয়ম ভাঙ্গলেই করা হচ্ছে অর্থ দন্ড। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল ।
এ সময় লকডাউনের চতুর্থ দিনে কলাপাড়া পৌর শহরে সেনা বাহিনীর টহল ছিল,ছিল পুলিশ বাহিনীর টহল।
অর্থদন্ডকৃতরা হচ্ছে এ.জে ইলেকট্রনিক্স ১২হাজার টাকা, অশোক এন্ড ব্রাদ্রার্সকে পাঁচ হাজার টাকা, সাব্বির টেইলার্স তিন হাজার টাকা,ইয়াস বস্ত্রালয় পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
এছাড়া ১৪জন পথচারিকে বিনা কারনে বাইরে বের হওয়ায় ৯ হাজার ৮থশত টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্গনে ২৪ (২) ধারা মতে ১৪ পথচারী ও ৪ ব্যবসায়ীকে ৩৪ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে।