রাজবাড়ীর গোয়ালন্দে উজানচর ইউনিয়নের গ্রামীণ উন্নয়ন সড়কের কাজের ধীর গতিকে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি বলে অভিযোগ এলাকাবাসীর। মাখন রায়েরপাড়া থেকে দৌলতদিয়া ইউনিয়নের জিতু মাতবরপাড়া ভায়া আজিমউদ্দিন সরকার পাড়ার আনছার মেম্বারের দোকান পর্যন্ত ১৭০০ মিটার কাচা রাস্তা পাকাকরণে ঠিকাদারের অবহেলার কারণে কাজের ধীরগতি হচ্ছে বলে জনগনের দাবী।
এই এলাকার রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় হেলাল এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে প্রায় তিন মাস আগে। রাস্তাটির উন্নয়নে কাজের ব্যয় ধরা হয়েছে ৬৮ লক্ষ টাকা।রাস্তাটি ইটের সলিং এর কাজ ।
দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার একটি টিম সরজমিনে গিয়ে রাস্তাটি পরিদর্শন করলে দেখা যায় বিভিন্ন জায়গায় ছোট বড় গর্তের পরিণত হয়েছে । ফলে এলাকাবাসীর চলাচলের ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছে। এলাকায় রিকশা ও অটোগাড়ীর চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শুধু রাস্তাটির কারণে।রাস্তা খানাখন্দের কারনে কোন রোগী হাসপাতালে নেওয়ার সময় ঘটতে পারে মৃত্যুর মতো দুর্ঘটনাও।
শফিকুল ইসলাম নিকবার শহীদুল ইসলাম খাঁ, আলাউদ্দিন সরদার কেরামত শেখ, বিল্লাল হোসেন বলেন, আমাদের এলাকার রাস্তার উন্নয়ন কাজ বন্ধ আছে শুধু ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারনে।
তারা আরোও বলেন এই রাস্তার সাথে সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধ জানাই আপনারা সরোজমিনে এসে এ রাস্তা পরিদর্শন করেন এবং এ রাস্তা যেন দ্রুত সুন্দর একটি রাস্তা হয় সে ব্যবস্থা করেন।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মন্ডল বলেন,আমি ওই এলাকার রাস্তা পরিদর্শনে গিয়েছিলাম। রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে সেজন্য ঠিকাদারকে ফোন দিয়েছি ঠিকাদার ফোন ধরেনি। আমি রাস্তার দূরত্ব সমাধান চাই।
ঠিকাদার হেলাল জানান, বালির সমস্যা টাকার সমস্যা করোনাকালীন সময়ে শ্রমিকের সমস্যা সে জন্যই এ রাস্তার কাজ বন্ধ রয়েছে। তবে খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে।