তৃতীয় দিনের লকডাউনে কঠোর নজরদারিতে ছিলো উল্লাপাড়া উপজেলা প্রশাসন।বিশ্বজুড়ে করোনাভাইরাসের ক্রান্তিলগ্নের দ্বিতীয় ঢেউয়ের প্রাক্কালে সর্বাত্বক লকডাউনে উপজেলার বিভিন্ন হাট ও বাজারে বাংলাদেশ সেনাবাহিনী, বডার গার্ড ও পুলিশ বাহিনীর সদস্যদের সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ ও সহকারী কমিশনার( ভূমি) নাহিদ হাসান খাঁন।
শনিববার ৩ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খাঁন এর ভ্রাম্যমাণ আদালত হাটিকুমরুল, দবিরগঞ্জ ও বাঙ্গালার হাট ও বাজার এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ৪’শ টাকা জরিমানা করেন।
অপর দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বোয়ালিয়া, বন্যাকান্দি,সলপ ষ্টেশন,কৃষকগঞ্জ ও জনতার হাট ও বাজারে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখার পরামর্শ দিয়েছেন। এ সময় মুখে মাস্কপড়া ও লোক জমায়েত না হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহযোগিতায় উপস্থিত ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।