রাজশাহীর গোদাগাড়ীতে র্যাব-৫ এর অভিযান পরিচালনা করে শীর্ষ নারী মাদক ব্যবসায়ী মুক্তি পারভীনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ওই নারী মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৬’শ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫ এর সদস্যরা।ওই নারী মাদক ব্যবসায়ী গোদাগাড়ী পৌরশহরের শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে।
র্যাব-৫ জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অঅভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯ টার সময় গোদাগাড়ী উপজেলার গোপালপুর এলাকায় মাদক ক্রয়বিক্রয়ের সময় হেরোইনসহ মুক্তিকে গ্রেফতার করা হয়।এসময় ৬’শ গ্রাম হেরোইন,টি মোবাইল সেট ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,মাদক ব্যবসায়ী মুক্তি দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।তাছাড়া বড় বড় মাদক গডফাদারদের সাথে তার সু-সম্পর্ক রেখে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিলো। এই মাদক ব্যবসা করে অল্প দিনে প্রচুর টাকা পয়সার মালিক হয়েছে।
উদ্ধার হওয়া আলামতসহ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৫ নিশ্চিত করেছেন।