রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

দিনাজপুরে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৬১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ হলরুমে ৭টি ইউনিয়ন ও পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ করা হয়।

২০২০-২০২১ অর্থ বছরে রোপা আমন ধানের হাইব্রীড ও উপসি জাতের প্রনোদনা প্রদানের জন্য উপজেলা কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন।

এতে সভাপতিত্বে করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দীন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রুম্মান আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন বেতদীঘি ইউপি চেয়ারম্যান, উপাধক্ষ্য শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন,আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন।

উপজেলার ৭টি ইউনিয়ন  ও পৌরসভায় হাইব্রীড জাতের ধান বীজ ৩৩শতকের প্রতি বিঘায়, একজন কৃষক ২ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি করে মোট ১১০ জন কৃষকে এই প্রনোদনা প্রদান করা হয়। পর্যাক্রমে উপজেলার  মোট ৬৬০ জন কৃষকে এই কৃষি প্রনোদনা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর