বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে বৃহস্পতিবার ১ জুলাই থেকে সাত দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। এরই অংশ হিসেবে সরকারি বিধিনিষেধ কার্যকরে মাঠে নেমেছেন কাজিপুর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদবর্গ,পুলিশ প্রশাসন,ফায়ার সার্ভিস,স্বাস্থ্যকর্মকর্তা ও জনপ্রতিনিধিগন।
বৃহস্পতিবার(১ জুলাই) সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে উপজেলাবাসিকে সচেতন ও সর্তককরে নানা পরামর্শ দেন।
এ সময় উপজেলার পৌরসভা, আলমপুরচৌরাস্তা, হাসপাতালগেট, মেঘাই নতুন,পুরাতন বাজার , ঢেকুরিয়া বাজার, শিমুলদাইড় বাজার, পরানপুর, হরিনাথপুর সকাল – বিকাল বাজার, জনবহুল সোনামুখি বাজার, মাথাইলচাপড় বাজার,সীমান্ত বাজার সহ বিভিন্ন জনবহুল স্থানে অভিযান পরিচালনাকরেন।
অভিযান থেকে মানুষ কে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হতে,দোকান পাট না খুলতে, স্বাস্থ্য বিধি মেনে চলতে, সর্বোপরি সরকারের বিধি নিষেধ মেনে চলতে পরামর্শ দেন। এবং আইনের ব্যতয় ঘটলে কঠোরভাবে নিয়ন্তন করার নির্দেশদেন। অভিযানে অংশ নেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, ভাইসচেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন সোনামুখি ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান আলী, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার প্রমুখ।